ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

খেলা

যশোরে বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, অক্টোবর ৪, ২০২৫
যশোরে বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

যশোর: ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (০৪ অক্টোবর) বিকেলে যশোর জিমনেশিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল হাবিব-উল্লাহ। তিনি খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৃজনশীল পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ফিরোজ সরকার, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, জেলা ক্রীড়া অফিসার ও এডহক কমিটির সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর এবং সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান।

সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলোয়াড়, কর্মকর্তাসহ অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে যশোর জেলা জিমনেশিয়াম প্রাঙ্গণ ছিল উচ্ছ্বাসে ভরা।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।