ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

খেলা

ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করলেন মোদি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৩, সেপ্টেম্বর ২৯, ২০২৫
ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করলেন মোদি

এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল জয় তুলে নেয় দুই বল হাতে রেখে।

 

ম্যাচ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের সাফল্যকে তুলনা করলেন সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে।

মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘অপারেশন সিঁদুর খেলার মাঠে। ফল একই, ভারত জয়ী! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের। ’

প্রসঙ্গত, গত ৭ মে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হন। এর পরই ভারত পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর' নামের সামরিক অভিযান চালায়। মোদি সেই ঘটনার সঙ্গে ভারতের ক্রিকেট মাঠের জয়কে এক সূত্রে বেঁধেছেন।  

যদিও পরে ভারতের সেই অভিযান যুদ্ধে রূপ নেয়। দুই পক্ষই ব্যাপক ক্ষতি ও আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এবং যুদ্ধবিরতির মাধ্যমে এর শেষ হয়। এই যুদ্ধ এশিয়া কাপে শুরু থেকেই প্রভাব ফেলে। দুই দলই একে অন্যকে নানাভাবে কটাক্ষ করে, এড়িয়ে চলে। কয়েকজন ক্রিকেটার শাস্তিও পান। পুরো আসর এ নিয়ে সরগরম ছিল। ফাইনালের আগে ভারতের কাছে পাকিস্তান গ্রুপ পর্ব ও সুপার ফোরে হারলেও যুদ্ধ নিয়ে নানা বিতর্ক ফলাফলকে ছাপিয়ে যায়। ফাইনালও বাদ  যায়নি। মোদির টুইট এতে ভিন্ন মাত্রা দিল।

এদিকে আজকের ফাইনালে পাকিস্তান ব্যাটিং শুরু করেছিল দুর্দান্তভাবে। সাহিবজাদা ফারহান করেন ৫৭ আর ফখর জামান যোগ করেন ৪৬ রান। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৮৪/১। কিন্তু এরপর হঠাৎ শুরু হয় ধস। কুলদীপ যাদবের ঘূর্ণিতে (৪/৩০) ভেঙে পড়ে পাকিস্তান ব্যাটিং, শেষ ৯ উইকেট যায় মাত্র ৩৩ রানে। বল হাতে বরুণ চক্রবর্তী (২/৩০), অক্ষর প্যাটেল (২/২৬) ও জসপ্রিত বুমরাহ (২/২৫) ভারতকে সাফল্য এনে দেন।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ২০ রানে পড়ে যায় তিন উইকেট—অভিষেক শর্মা, সুর্যকুমার যাদব ও শুভমন গিল দ্রুত সাজঘরে ফেরেন। সেখান থেকে হাল ধরেন তিলক ভার্মা। সঞ্জু স্যামসন (২৪) আর পরে শিভম দুবে (২১ বলে ৩৩)-র সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৬৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান তিলক। শেষ ওভারে দরকার ছিল ১০ রান—রউফকে ছক্কা মেরে চাপ কমান তিলক, আর রিঙ্কু সিং বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত করেন ভারতের জয়।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।