এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্যে শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে তারা।
ফাইনাল ম্যাচে শুবমান গিলের ব্যাট হাসেনি। নামের পাশে ১০ বলে মাত্র ১২ রান। দলের নিয়মিত পারফর্মাররাও ছিলেন ব্যর্থ। তবে তিনি জানালেন দ্রুত উইকেট পড়লেও ঘাবড়ে যাননি।
ম্যাচ শেষে শুবমান গিল নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, “দারুণ লাগছে। পুরো টুর্নামেন্টেই অপরাজিত থেকে শেষ করেছি আমরা। অভিষেকের সঙ্গে ব্যাটিং করা দারুণ ব্যাপার। সে দারুণ একটা টুর্নামেন্ট কাটালো। লক্ষ্যমাত্রা আসলে খুব বেশি ছিল না। সানজু, তিলক আর দুবে যেভাবে ব্যাট করেছে, অসাধারণ। ৩ ওভারে যখন ৩০ রান লাগে, তখনও আমরা ঘাবড়ে যাইনি। ”
পুরো টুর্নামেন্ট জুড়েই ভারত দাপট দেখিয়েছে। পাকিস্তানকে টুর্নামেন্টে হারিয়ে তারা ফাইনালের পথে এগিয়ে গিয়েছিল। আত্মবিশ্বাসী ভারতীয় দল একক আধিপত্য দেখিয়ে শেষ পর্যন্ত ট্রফি নিয়েই ঘরে ফিরেছে।
এফবি