ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

খেলা

সিলেটে সাংবাদিক বনে গেলেন ডাচ ওপেনার ম্যাক্স ও’ডাউড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, আগস্ট ৩১, ২০২৫
সিলেটে সাংবাদিক বনে গেলেন ডাচ ওপেনার ম্যাক্স ও’ডাউড  ম্যাক্স ও’ডাউড 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডস দলের অনুশীলন ও সংবাদ সম্মেলন ছিল রোববার দুপুরে। তবে দুপুর গড়িয়ে গেলেও দলের ক্রিকেটাররা তখনও মিডিয়ার সামনে আসেননি।

ঠিক সে সময়ই দেখা গেল ভিন্ন রূপে ডাচ ওপেনার ম্যাক্স ও’ডাউডকে। কিটব্যাগ নয়, হাতে ছোট্ট পকেট ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। কখনো ছবি তুলছেন, কখনো বা ভিডিও করছেন।  

অবশ্য চমক অপেক্ষা করছিল ডাচদের সংবাদ সম্মেলনে। হঠাৎ করেই সফরকারী দলের মিডিয়া ম্যানেজার কোরে রুটগার্স বললেন, সংবাদ সম্মেলনে সাংবাদিকের ভূমিকায় থাকবেন ম্যাক্স ও’ডাউড নিজেই। প্রথমে সবাই ভেবেছিল নিছকই মজা। কিন্তু পরক্ষণেই দেখা গেল সত্যিই নোয়া ক্রোসের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে বসে প্রশ্ন করছেন এই ওপেনার।  

নোয়াকে প্রথমেই এক প্রশ্ন ছুঁড়ে দেন তিনি, ‘টঙ্কার ডাকনামের গল্পটা বলবে?’ শুধু এই এক প্রশ্নেই থামেননি। ছবি তুলেছেন, ভিডিও করেছেন, এমনকি বাংলাদেশ নিয়ে আরেকটি প্রশ্নও করেছেন, জানতে চেয়েছেন তার পছন্দের বাংলাদেশি ক্রিকেটার কে। উত্তরে নোয়া জানালেন, তার সবচেয়ে বেশি মনে আছে মোস্তাফিজুর রহমানকে।  

সিলেটে একদিনের জন্য হলেও ও’ডাউড সাংবাদিক হয়ে উঠলেন। তবে ক্রিকেটের বাহিরেও তিনি ডিজে হিসেবে কাজ করেছেন, পাশাপাশি দীর্ঘদিন ধরে ভ্লগিংও করেন। ২০০৯ সালে খুলেছিলেন নিজের ইউটিউব চ্যানেল, তবে ছিলেন অনিয়মিত। বাংলাদেশ সফরে আসার আগে ভ্লগে লিখেছিলেন, ‘নতুন শুরু। ’

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।