ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার বাবা-মা ও বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তারা জেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে রুবেলের সঙ্গে সাক্ষাতের অনুমতি চান।
এ সময় প্রায় আধঘণ্টা আকরাম খান ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রুবেল।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী জেল সুপার নেসার আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আকরাম খানসহ পরিবারের সদস্যরা দেখা করার অনুমতি চাইলে আমরা সে ব্যবস্থা করে দেই। তারা প্রায় আধঘণ্টা কথা বলে চলে যান।
তবে তারা কী বিষয়ে কথা বলেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেন নি জেল সুপার।
অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় বর্তমানে কারাগারে আছেন রুবেল হোসেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।
বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে রাজধানীর মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হ্যাপি। এ মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে চার সপ্তাহের আগাম জামিন নেন রুবেল। আইন অনুসারে বিচারিক আদালত থেকে জামিন নিতেই বৃহস্পতিবার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেছিলেন রুবেল।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫/আপডেট: ১২৫০ ঘণ্টা