ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফিরছেন আগুয়েরো, মাঠে নামছেন জেকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ফিরছেন আগুয়েরো, মাঠে নামছেন জেকো সার্জিও আগুয়েরো ও ইডেন জেকো

ঢাকা: ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি জানিয়েছেন, আজ রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে দলের সেরা তারকা সার্জিও আগুয়েরো ইনজুরি সেরে মাঠে নামছেন। এদিকে ইনজুরি মুক্ত হয়ে ইডেন জেকো ও ভিনসেন্ট কোম্পানিও আজ রাতে মাঠে নামছেন।



আগুয়েরো ও জেকো ম্যাচে ফেরায় সিটিজেনদের আক্রমণভাগ আরো শক্তিশালী হবে বলে জানান এ চিলিয়ান কোচ। তবে দলের অন্য তারকা স্টিভেন জোভিটিচ এখনও ফিটনেসের সমস্যায় ভুগছেন।

সিটির মূল স্ট্রাইকাররা ইনজুরিতে থাকায় এতদিন দলের আক্রমণভাগ সামলেছেন জেমস মিলনার। তবে তাকে এখন দলের স্বার্থে যে কোন পজিশনে খেলতে হতে পারে। আর এ ম্যাচে গুডিসন পার্কে কোম্পানিকেই দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে।

পেলেগ্রিনি বলেন, ‘আগুয়েরো ও জেকো ম্যাচে মূল স্কোয়াডে থাকছে। পাশাপাশি ভিনসেন্ট কোম্পানিকেও এ ম্যাচে দেখা যাবে। ’

আগুয়েরো এ মৌসুমে ম্যানসিটির হয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচে ১৯টি গোল করেছেন। তবে হাঁটুর ইনজুরির কারণে গত ৬ ডিসেম্বর থেকে মাঠে নামতে পারেন নি তিনি। আর কাঁধের ইনজুরির কারণে ১৩ ডিসেম্বর দল থেকে বাদ পড়েন জেকো।

ম্যানসিটি বর্তমানে প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে সমান পয়েন্টে লিগের শীর্ষে আছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।