শেরপুর (বগুড়া): ‘নিয়মিত ব্যায়াম করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলায় পাওয়ার জিম অ্যান্ড ফিটনেস সেন্টারের (ব্যায়ামাগার) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডের উত্তরা প্লাজার তৃতীয় তলায় ফিতা কেটে এ ব্যায়ামাগারের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
এ সময় পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পাওয়ার জিম অ্যান্ড ফিটনেস সেন্টারের পরিচালক ও প্রশিক্ষক আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক মিলন, ট্রেইনার ফাইজুল হক আকাশ, পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাররা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মুশফিকুর রহিম অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে তাকে আয়োজনকারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাকে একনজর দেখতে বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী তরুণ-তরুণীসহ সাধারণ মানুষ ভিড় জমায়।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে মুশফিকুর রহিম ক্রিকেট প্রেমীদের উদ্দেশে বলেন, খেলাধুলার জন্য ফিটনেস প্রয়োজন। তাই ফিটনেস ধরে রাখতে এখানে আসতে হবে।
মুশফিক এ সময় ক্রিকেট বিশ্বকাপ আসন্ন উল্লেখ করে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।
পরে এই ব্যায়ামাগারে বেশ কিছু সময় অবস্থান করে রাত ৯টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫