ঢাকা: দাবায় ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে নতুন গ্র্যান্ড মাস্টার হিসাবে তৈরিতে পৃষ্ঠপোষকতা দেবে মবিলিটি সলিউশন্স সরবরাহকারী প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা।
এছাড়া ফাহাদ রহমানকে দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হিসাবে গড়ে তুলতে, তার প্রশিক্ষক হিসাবে কাজ করবেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।
চুক্তি অনুসারে, আগামী এক বছর মাসিক ভাতা দেওয়ার পাশাপাশি ফাহাদ রহমানের আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশ নিতে সব ব্যয়ও বহন করবে মাহিন্দ্রা কমভিভা।
ফাহাদ রহমানকে প্রয়োজনীয় নির্দেশনা ও কৌশল বিষয়ে সার্বক্ষণিক পরামর্শের লক্ষ্যে, নিয়াজ মোরশেদকেও সব ধরনে সহযোগিতা দেবে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেন, দাবায় আমাদের পাঁচজন গ্র্যান্ড মাস্টার রয়েছেন। আমরা যদি ফাহাদের মতো সম্ভাবনাময় দাবা খেলোয়াড়দের জন্য যথাযথ সহযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, তবে বাংলাদেশ আগামীতে আরও আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার গড়ে তুলতে পারবে।
মাহিন্দ্রা কমভিভা’র বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার রিয়াদ হাসনাইন বলেন, ফাহাদ রহমানের মতো প্রতিভাবান খেলোয়াড়কে সহযোগিতা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের পরবর্তী গ্র্যান্ড মাস্টার হওয়ার ক্ষেত্রে তার অফুরন্ত সম্ভবনা রয়েছে।
এ বিষয়ে উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বলেন, মাহিন্দ্রা কমভিভার এ সহযোগিতায় আমরা অত্যন্ত আনন্দিত। এ স্পন্সরশিপের মাধ্যমে যথাযথ প্রশিক্ষণ ও দিক নির্দেশনা পেলে ফাহাদ রহমান খুব অল্প সময়ের মধ্যেই গ্র্যান্ড মাস্টার হতে পারবে।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএস