ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফিফা নির্বাচনে দ. আফ্রিকার টোকিও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ফিফা নির্বাচনে দ. আফ্রিকার টোকিও ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালে অনুষ্ঠেয় ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী টোকিও সেক্সওয়ালে। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি সেপ ব্ল্যাটারের উত্তরসূরী নির্বাচিত হওয়ার কথা রয়েছে।



সম্প্রতি সুইস পুলিশের দুর্নীতি তদন্তের স্বার্থে সাবেক ফিফা প্রেসিডেন্ট ব্লাটার, উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে ৯০ দিনের জন্য বরখাস্ত করে ফিফার ইথিক্স কমিটি। এছাড়াও ফিফার মহাসচিব জেরম ভালকে ৯০ দিন ও ভাইস প্রেসিডেন্ট চুং মং জুন ছয় বছরের জন্য নিষিদ্ধ হন।

আফ্রিকায় রাজনৈতিক বন্দী ছিলেন টোকিও। তবে ইতোমধ্যেই ৬২ বছর বয়সী এ ব্যবসায়ীকে সমর্থন জানিয়েছে দ. আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েসন।

সোমবারের (২৬ অক্টোবর) মধ্যেই ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের প্রার্থীতা ঘোষণা করতে হবে। টোকিও পঞ্চম ব্যক্তি হিসেবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

এর আগে উয়েফা প্রেসিডেন্ট প্লাতিনি, ফিফা কর্মকর্তা জেরোম ‍চ্যাম্পাগনে, জর্ডানের ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর সাবেক খেলোয়াড় ডেভিড নাকিদ নিজেদের প্রার্থীতা ঘোষনা করেছিলেন। সর্বশেষ ফিফা প্রেসিডেন্ট নির্বাচনেও ব্লাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রিন্স আলী বিন আল হুসেইন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।