ঢাকা: তিন ম্যাচ শেষেও লিভারপুলের কোচ হিসেবে জয়ের দেখা পেলেন না ইয়োর্গেন ক্লপ। ক’দিন আগেই অ্যানফিল্ডে রুবিন কাজানের বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে ১-১ গোলে ড্র করে অল রেডসরা।
অ্যানফিল্ডে প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি। তবে বল দখলের লাড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য দেখায় লিভারপুল। কিন্তু বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলবঞ্চিত থাকেন মিলনার-কুতিনহোরা।
দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে স্বাগতিকদের অপেক্ষার অবসান ঘটে। জেমস মিলনারের ক্রসে চমৎকার হেডে বল জালে জড়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনতেকে। এক গোলে এগিয়ে থেকে অল রেডসরা যখন জয়ের পথে তখনই হতাশা উপহার দেয় সাদিও মানে। ৮৬ মিনিটে সেনেগাল তারকার গোলেই সমতায় ফেরে সাউদাম্পটন।
এতেই লিভারপুলের জয়ের লক্ষ্যটা ভেস্তে যায়। ম্যাচ জিততে শেষদিকে তাদের সব প্রচেষ্টায় ভেস্তে যায়। নির্ধারিত সময় শেষে তাই ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়ে অল রেডসরা। সেই সঙ্গে ক্লপের প্রথম জয়ের অপেক্ষাটাও আরেকটু দীর্ঘায়িত হলো। তবে জার্মান কোচ একটি সান্ত্বনা পেতেই পারেন, তিন ম্যাচ শেষে জয় না পেলেও তাকে অন্তত হারের মুখ দেখতে হয়নি। টটেনহামের বিপক্ষে ড্র দিয়েই তার লিভারপুল অধ্যায় শুরু হয়।
পয়েন্ট টেবিলে ১০ ম্যাচ শেষে তিন জয়, পাঁচ ড্র ও দুই পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে লিভারপুল। গোল ব্যবধানে এগিয়ে থাকায় সমান ম্যাচে সমান পয়েন্টে এক ধাপ উপরে সাউদাম্পটন। শীর্ষে থাকা ম্যানসিটির সংগ্রহ ২২ পয়েন্ট।
পরবর্তী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির মুখোমুখি হবে লিভারপুল। শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ৭টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএম