ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লিভারপুলের বিপক্ষে অনিশ্চিত কস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
লিভারপুলের বিপক্ষে অনিশ্চিত কস্তা ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ লিগের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের বিপক্ষে দিয়েগো কস্তার খেলা নিয়ে সংশয় রয়েছে। চেলসির হয়ে ক্যাপিটাল ওয়ান কাপের ম্যাচে পাঁজরের ইনজুরিতে ভোগেন স্প্যানিশ স্ট্রাইকার।

এ ম্যাচটিতে স্টোক সিটির কাছে টাইব্রেকারে হেরে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নেয় গত আসরের চ্যাম্পিয়নরা।

শনিবার (৩১ অক্টোবর) লিভারপুলের মুখোমুখি হবে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় ম্যাচটি শুরু হবে।

ইতোমধ্যেই ইনজুরি আক্রান্ত কস্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল রেডসদের বিপক্ষে তার খেলার বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ এখনো ‍অফিসিয়ালি কিছু জানায়নি। উল্লেখ্য, গত মৌসুমে ব্লুজদের সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার। হাইভোল্টেজ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামাটা ব্লুজদের জন্য বড় ধাক্কাই বটে!

এক প্রেস কনফারেন্সে চেলসি কোচ হোসে মরিনহো বলেন, ‘কস্তার বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। সে এখন হাসপাতালে অবস্থান করছে। লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে কস্তা ফিট হতে পারবে কিনা তাও নিশ্চিত নয়। ’

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।