ঢাকা: আজ ম্যারাডোনার জন্মদিন। দেখতে দেখতে ৫৪টি বছর কেটে গেল।
বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় দল ও ক্লাব ফুটবলে তারকাদ্যুতি ছড়িয়েছেন ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে তো রীতিমত আলোড়নই সৃষ্টি করেছিলেন। বলতে গেলে, ম্যারাডোনার একক নৈপুণ্যেই বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। পরের আসরেও শিরোপা জেতার দ্বারপ্রান্তে গিয়েও তৎকালীন পশ্চিম জার্মানির কাছে স্বপ্নভঙ্গ হয়।
আশির দশকে ম্যারাডোনার হাত ধরেই ক্লাব ফুটবলের পরাশক্তি হয়ে ওঠে নাপোলি। ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মৌসুমে জেতে সিরি আ’র শিরোপা।
ম্যারাডোনার জীবনে কালো অধ্যায়ও রয়েছে। ড্রাগ আসক্তি তার ক্যারিয়ারের মূল্যবান অনেকগুলো বছর কেড়ে নেই। যাই হোক, সব কিছু ছাপিয়ে ম্যারাডোনা ম্যারাডোনাই। খেলোয়াড় হিসেবে তিনি এক কথায় তুলনাহীন।
খেলোয়াড় হিসেবে সফল হলেও কোচিং জীবনে তার পুনরাবৃত্তি করতে পারেননি ম্যারাডোনা। ২০০৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন। তার অধীনে ২০১০ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করলেও কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলের পরাজয় বরণ করে আলবিসেলেস্তেরা।
ম্যারাডোনার ক্যারিয়ারের আলোচিত বিষয়ের কমতি নেই। তবে ৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার গোল দু’টি অবিস্মরণীয় হয়েই থাকবে। পাঠকদের জন্য ‘হ্যান্ড অব গড’ আর ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ভিডিও তুলে ধরা হলো:
‘হ্যান্ড অব গড’
‘গোল অব দ্য সেঞ্চুরি’
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএম