ঢাকা: একের পর এক পরাজয়ে রীতিমত কোণঠাসা চেলসি। হোসে মরিনহো নেই স্বস্তিতে।
অস্কারের মতে, ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে হারের পর থেকেই মরিনহো বেশ চাপের মধ্যে রয়েছেন। বর্তমান পরিস্থিতিটা তার জন্য মোটেই ভালো নয়। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এমন অভিব্যক্তিই প্রকাশ করেন চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
তবে মরিনহোর জন্য পূর্ণ সমর্থণ ব্যক্ত করেন অস্কার, ‘দলের সবাই মরিনহোর পাশে রয়েছে। আমাদের আবারো জয়ের ধারায় ফিরতেই হবে। কারণ, আমরা খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। হারের ঘোর থেকে বেরিয়ে আসতে না পারলে মরিনহোকেও হারানোর শঙ্কা থাকবে, যেটি আমরা কেউই চাই না। প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিচ্ছি। কিন্তু, ভাগ্য আমাদের সহায় হচ্ছে না। লিভারপুলের বিপক্ষে ম্যাচটিতেও ভালো পারফরম্যান্সের পরও আমরা জিততে পারিনি। ’
তবে এখনই হাল ছাড়ছেন না অস্কার। তার কন্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘ম্যাচ হারলে সবকিছুই কঠিন হয়ে যায়। ড্রেসিংরুমে সবার মাঝেই হতাশা কাজ করে। কিন্তু আমাদের জয়ের ধারাবাহিকতায় ফেরার বিকল্প নেই। পরবর্তী সবগুলো ম্যাচ জেতার সর্বোচ্চ চেষ্টাই করব। পয়েন্ট টেবিলে নিজেদের হারানো অবস্থান ফিরে পেতে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। ’ উল্লেখ্য, ১১ ম্যাচ শেষে তিন জয়, দুই ড্র ও ছয় পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএম