ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফুটবল খেলাই দেখেন না নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ফুটবল খেলাই দেখেন না নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবল বিশ্বে তারকা খেলোয়াড়দের একজন। জাতীয় দল এবং ক্লাব ফুটবলে দলের অপরিহার্য সদস্য।

অথচ তার কাছেই কিনা ফুটবল খেলা দেখাটা একেবারেই অপছন্দ। এমন অভিব্যক্তিই প্রকাশ করেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার।

শুধা তাই নয়, মেসি-রোনালদোর যুগে ব্যালন ডি’অর জেতার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন নেইমার। এ দু’জনকে অন্য গ্রহের খেলোয়াড় হিসেবেই অাখ্যা দিয়েছেন ২৩ বছর বয়সী এ স্ট্রাইকার।

এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বার্সেলোনার হয়ে খেলার বাইরে থাকলে অন্য দলের খেলা দেখি না। মাঠের বাইরে থেকে ফুটবল ম্যাচ দেখাটা আমি মোটেও পছন্দ করি না। রিয়াল মাদ্রিদের খেলা তো দেখিই না। অন্য দলের খেলা দেখাটাও আমার অপছন্দ। ’

ব্যালন ডি’অর প্রসঙ্গে নেইমারের ভাষ্য, ‘আমার কাছে দলের হয়ে শিরোপা জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত অর্জন নিয়ে অতটা মাথাব্যথা নেই। বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর রোনালদো ও মেসির দখলেই থাকবে। দু’জনই অন্য গ্রহের খেলোয়াড়। কাজেই, এ বিষয়ে মনোযোগ দিতে চাচ্ছি না। আমি শুধু সতীর্থদের খেলায় সহায়তা করতে চাই। ’

বার্সার হয়ে গত ছয় ম্যাচে আটটি গোল করেন নেইমার। পয়েন্ট টেবিলে রিয়াল-বার্সা দু’দলেরই পয়েন্ট সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে গ্যালাকটিকোরা। এদিকে, সপ্তাহ দুয়েক পরেই এল ক্লাসিকো ম্যাচ। এ ম্যাচটি দেখার অপেক্ষায় অগণিত ভক্ত-সমর্থক। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

এ প্রসঙ্গে নেইমারের অভিমত, ‘রিয়ালের বিপক্ষে করা প্রথম গোলটি ছিল ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের সঙ্গে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের অনেকটাই মিল। এ ম্যাচটি যে খুবই কঠিন হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ’

প্রসঙ্গত, ক’দিন পরেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাছাইপর্ব ম্যাচের স্বাদ নেবেন নেইমার। তবে ইনজুরিতে থাকায় ক্লাব সতীর্থ লিওনেল মেসিকে মিস করবেন ব্রাজিলিয়ান সেনসেশন। শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।