ঢাকা: বিশ্বকাপের বাছাই পর্বের ফিরতি লিগের ম্যাচ খেলতে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দল। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিফা কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় ফিফা সন্তুষ্ট বলেও এ সময় উল্লেখ করেন কাজী সালাউদ্দিন।
তিনি বলেন,‘ফিফার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ তারিখে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ হবে বাংলাদেশে। অস্ট্রেলিয়া এর আগে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা বলেছিলো। অামরা আমাদের ভেন্যুতে খেলার ব্যাপারে কনফিডেন্ট। তবে ফিফা যে ভেন্যুতে খেলার সিদ্ধান্ত দেবে সেখানেই খেলা হবে। ‘ বিশ্বকাপের এ রকম কোয়ালাফাই ম্যাচ এর আগেও বাংলাদেশে অনেক হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন,‘তখনও নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি। এখনও কোনো সমস্যা হবে না। ‘
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় গিয়ে সে দেশের জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলে আসে বাংলাদেশের জাতীয় ফুটবল দল। ওই খেলায় অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলের ব্যবধানে হার মানে মামুনুলরা। আগামী ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ফিরতি লিগের ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএমএ/আরআই