ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইন্টা. জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

৫টি সেমিফাইনাল ও বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
৫টি সেমিফাইনাল ও বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: শুক্রবার (১৩ নভেম্বর) রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের একটি বালক একক দুইটি বালক দ্বৈত, দুইটি বালিকা ডাবলসহ সর্বমোট ৫টি সেমিফাইনাল এবং বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
 
খেলায় বালক এককে ভারতের ইসহাক ইকবাল ২-৬, ৬-২, ৭-৫ সেটে ভারতের মেঘ ভারগভ পাটেলকে এবং ভারতের ধ্রুব সুনিত ৬-১, ৬-৪ সেটে ভারতের পরিক্ষিত সনামিকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হন।



বালক দ্বৈতের খেলায় ভারতের ইসহাক ইকবাল এবং পরিক্ষিত সনামি জুটি ৬-১, ৬-২ সেটে চায়না তাইপের ওয়ে তিং সিউ এবং স্বদেশী তিং হাউ সু জুটিকে এবং ৭-৬ (২), ৬-২ সেটে হংকংয়ের ভিসাল চুগানি এবং ভারতের  ধ্রুব সুনিতকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হন।

বালিকা দ্বৈতে চায়না তাইপের সিয়াও উন চেং এবং স্বদেশি লি সিন চেং জুটি অস্ট্রেলিয়ার লিসা মায়েস ও চায়না তাইপের ই চেন পাও জুটিকে ৬-৪, ৪-৬, ১০-২ সেটে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বালক এককের ফাইনাল এবং দুপুর ৩টায় টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান ও বালক দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের পরিচালক আশরাফুল হক এই কথা জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।