ঢাকা: ‘নিরাপত্তা ঝুঁকির’ কারণ দেখিয়ে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিরাপত্তাভীতি পেয়ে বসেছিল অস্ট্রেলিয়া ফুটবল দলকেও।
১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে অস্ট্রেলিয়ার আসার কথা থাকলেও সফর পিছিয়ে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে জানানো হয়েছে ১৬ নভেম্বর আসবে সকারুসরা।
এর আগে দুই দেশের ফুটবল ফেডারেশন, অস্ট্রেলিয় সরকার, বাংলাদেশ সরকার, ফিফা ও এএফসির কয়েকদফা আলোচনার পর ১৭ নভেম্বর ম্যাচের দিন নির্ধারণ করে সকারুরা।
শুক্রবার (১৩ নভেম্বর) ফুটবল ফেডারেশন অব অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে হঠাৎ করেই জানানো হয়, শনিবার তারা আসবে না। এদিন সকারুরা অস্ট্রেলিয়া থেকে যাত্রা করে রোববার (১৫ নভেম্বর) সরাসরি সিঙ্গাপুর পৌঁছে সেখানে অনুশীলন করবে। সোমবার (১৬ নভেম্বর, খেলার আগের দিন) বাংলাদেশে এসে মঙ্গলবার ম্যাচ খেলে ওই দিনই ঢাকা ছাড়বে তারা।
শনিবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পদক আবু নাইম সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অস্ট্রেলিয়ান ফুটবল দল সোমবার (১৬ নভেম্বর, খেলার আগের দিন) বাংলাদেশে আসবে। তকে, কখন আসবে সে সময়টি তারা জানায়নি। আমরা অস্ট্রেলিয়ান ফুটবলের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করছি। খুব দ্রুতই বিষয়টি আমরা জানতে পারবো।
১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে ১২ নভেম্বর হোম ম্যাচে পার্থের মাঠে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল সকারুরা। কিরগিজস্তানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এদিকে গত বৃহস্পতিবার তাজিকিস্তানের মাঠেও বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে ৫-০ গোলে। বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও ফেভারিট অস্ট্রেলিয়া। তিন পয়েন্টের জন্যই বাধ্য হয়ে খেলতে আসছে অজিরা। তবে, তার আগে বেশ নাটক করেই আসছে সফরকারীরা।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৫
এমআর