রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশের খেলোয়াড়দের মাঝে আন্তঃব্যক্তিক যোগাযোগের সৃষ্টি হয়।
এতে মানবতাবোধ জাগ্রত হয় এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ গড়ে উঠে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে রাজশাহী আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ’২০১৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
শাহরিয়ার আলম বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে রাজশাহীতে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ২৪তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজনের মাধ্যমে রাজশাহী টেনিস কমপ্লেক্স তার অতীত ঐতিহ্য ধরে রখেছে। রাজশাহীবাসীর জন্য এটি একটি গর্বের বিষয়।
তিনি এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিযোগীদের অভিনন্দন জানান।
প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী টেনিস কমপ্লেক্সকে যুগোপযোগী করতে সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় ক্রীড়া কমিটি এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সভাপতি এস সি এম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ৮ নভেম্বর থেকে সাত দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ১৫টি দেশের অনুর্ধ্ব ১৮ দলের ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএস/এএসআর