ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নিষ্প্রভ নেইমারেই দুঙ্গার আস্থা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
নিষ্প্রভ নেইমারেই দুঙ্গার আস্থা ছবি: সংগৃহীত

ঢাকা: গত কয়েক সপ্তাহে বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসিকে হারিয়ে ক্লাবের হারের সকল শঙ্কা উড়িয়ে দিয়ে দল এবং নিজেকেই উড়িয়ে নিয়ে চলেছেন নেইমার। ক্লাবের হয়ে ব্রাজিল তারকা চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১৩ গোল করেছেন।



তবে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে আলো ছড়াতে পারেননি নেইমার। তবে, ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা আস্থা রাখছেন প্রিয় শিষ্যের প্রতি।

কোপা আমেরিকায় পাওয়া চারটি প্রতিযোগিতামূলক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে ফেরেন ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামেন বার্সার তারকা।

এর আগে নেইমারকে ছাড়া চিলির বিপক্ষে ২-০ গোলে হেরে গেলেও ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে সার্জিও আগুয়েরো, মেসিবিহীন স্বাগতিক আর্জেন্টিনার হয়ে গোল করেন ইজিকুয়েল লাভেজ্জি। আর আতিথ্য নেওয়া ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন লুকাস লিমা। প্রথমার্ধে লিড নেয় স্বাগতিকরা। তবে, বিরতির পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে নেইমারের ব্রাজিল। কাতালান ক্লাবে যেভাবে পারফর্ম করছেন নেইমার, সেভাবে পারফর্ম করতে পারেননি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে।

আর্জেন্টিনার বিপক্ষে অনেকটা নিষ্প্রভ হয়ে থাকা নেইমার প্রসঙ্গে দুঙ্গা বলেন, ‘আমি নিশ্চিত, পরের ম্যাচে নেইমার আরও ভালো করবে। সে দলের জন্য খেলেছে। তবে, বার্সার হয়ে সে যেভাবে খেলা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন পর দেশের জার্সিতে সেভাবে জ্বলে উঠতে পারেনি। দেশের সতীর্থদের সঙ্গে অনুশীলন করার যথেষ্ট সুযোগও পায়নি নেইমার। এতোদিন পর দলে ফিরে সতীর্থদের সঙ্গে বোঝাপড়া গড়ে তোলাটা তার পক্ষে কঠিন ছিল। ’

আগামী বুধবার (১৮ নভেম্বর) পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।