ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলেছিলেন পুরো ৯০ মিনিট। তবে ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচ শেষে কাঁধে ব্যথা অনুভব করেন স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ।
এদিকে ল্যাটিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে আশার কথা শুনিয়েছেন চিলি কোচ জর্জ সাম্পোলি। তার মতে উরুগুয়ের বিপক্ষে মাঠে থাকতে পারেন সানচেজ। তবে স্তাদিও সেন্টেনারিওতে খেলতে হলে নিজের ফিটনেসের উন্নতি দেখাতে হবে সাবেক বার্সেলোনা তারকাকে।
সাম্পোলি বলেন, ‘সানচেজের কাঁধে ব্যথা আছে। তবে আমরা শেষ মিনিট পর্যন্ত তার জন্য অপেক্ষা করবো। ’
২০১৮ রাশিয়া বিশ্বকাপে যেতে আত্মবিশ্বাসী চিলি। তবে কলম্বিয়ার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করলেও ভালো করার ইঙ্গিত দিলেন সাম্পোলি, ‘আমি দলের সকল ফুটবলারের পারফর্মে সন্তুষ্ট। আশাকরি ম্যাচে ভালো ফলাফল পাওয়া যাবে। ’
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৫
এমএমএস