ঢাকা: ঘুষ, ম্যাচ পাতানো, আর্থিক কেলেঙ্কারি আর দুর্নীতির জের ধরে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা, ফিফায় যে অভিযান চলছে, সেই যুদ্ধের আঁচ টের পাওয়া গেল দক্ষিণ এশিয়াতেও। ঘুষ নেওয়ার অভিযোগে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন নেপাল ফুটবল ফেডারেশনের প্রধান গণেশ থাপা।
এক সময় ঢাকার ঘরোয়া ফুটবলে মোহামেডানের হয়ে খেলেছেন থাপা। ৫৫ বছর বয়সী থাপার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ উঠে, ২০০৯ ও ২০১১ সালে ফিফার নির্বাহী কমিটি ও এএফসির নির্বাচনে ঘুষ নেন তিনি। এছাড়া, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাবেক সহ-সভাপতি থাপার বিরুদ্ধে চার মিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগও আছে।
ফিফার নৈতিকতা কমিটি এ সকল অভিযোগের প্রমাণ পেয়ে দশ বছরের জন্য নিষিদ্ধ করেছে তাকে। সংস্থাটির এথিক্স কমিটি এর পাশাপাশি ২০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানাও করেছে। নেপাল কর্তৃপক্ষ থাপার বিরুদ্ধে এ অভিযোগের তদন্ত শুরু করছে।
সম্প্রতি নেপাল জাতীয় ফুটবল দলের অধিনায়কসহ পাঁচ খেলোয়াড়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠায় বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৫
এমআর