ঢাকা: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কার সামনে দাঁড়িয়ে আর্সেনাল। ঘরের মাঠে ডায়নামো জাগরেবের বিপক্ষে গানারদের জয়ের বিকল্প নেই।
বায়ার্নের বিপক্ষে অলিম্পিয়াকোস হার এড়ালেই এক ম্যাচ বাকি থাকতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে আর্সেনাল। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় অনুযায়ী দু’টি ম্যাচই দিবাগত রাত পৌনে ২টায় শুরু হবে।
গ্রুপ ‘এফ’র পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে মাত্র এক জয়ে তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর্সেনাল। সমান পয়েন্টে চারে ডায়নামো। শীর্ষে থাকা বায়ার্নের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অলিম্পিয়াকোস।
এমিরেটস স্টেডিয়ামে নিশ্চিতভাবেই ফেভারিট থাকবে আর্সেনাল। প্রথম লেগের ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো। তাই গানারদের জন্য এটি প্রতিশোধের ম্যাচও বটে!
তবে সবকিছু ছাপিয়ে ম্যাচ জয়ের পাশাপাশি গানারদের প্রার্থনা জুড়ে থাকবে বায়ার্নের বড় ব্যবধানের জয়। কেননা গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক অলিম্পিক পাইরেসের মুখোমুখি হবে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
এদিকে, দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি আর্সেনালের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। থিও ওয়ালকট, অ্যালেক্স অক্সলেড চ্যাম্বারলিন, জ্যাক উইলশেয়ার, ড্যানি ওয়েলব্যাক ও থমাস রোসিকি জাগরেবের বিপক্ষে খেলতে পারছেন না। দুই মিডফিল্ডার ফ্রান্সিস কোকুইলিন ও মাইকেল আরতিতার খেলা নিয়ে রয়েছে সংশয়। তবে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন অ্যারন রামসি।
অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যান জাগরেবের জন্য মোটেই সুখকর নয়। সর্বশেষ ১১ ম্যাচে ক্রোয়েশিয়ান জায়ান্টদের জয় নেই। এর মধ্যে আট ম্যাচেই তারা প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পায়নি।
চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে চতুর্থবার জাগরেবের মুখোমুখি হচ্ছে আর্সেনাল। প্রথম দু’বারের দেখায় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্টরা। তবে অন্য একটি পরিসংখ্যানে পিছিয়ে গানাররা। ২০১২ সালের পর ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের টানা দুই ম্যাচ জিততে ব্যর্থ হয় আর্সেনাল। এমিরেটসে সর্বশেষ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারায় সানচেজ-জিরুদরা।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএম