মালদ্বীপে চলছে ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আজ প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ফেভারিট পাকিস্তানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধি দল।
প্রথম সেটে বাংলাদেশ প্রতিরোধ গড়লেও নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে জয় তুলে নেয় পাকিস্তান। দ্বিতীয় সেটে পুরোপুরি আধিপত্য ধরে রেখে ২৭-০৫ পয়েন্টে জয় নিশ্চিত করে তারা। আর তাতেই শেষ হয় বাংলাদেশের ফাইনাল স্বপ্ন। এর আগে গতকাল রাতে একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ২-০ সেটে হেরেছিল বাংলাদেশ।
আগামীকাল ব্রোঞ্জ পদকের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপের দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দল।
এআর/আরইউ