ঢাকা: দ্বিতীয় হোম গ্রাউন্ড নির্মাণ করতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট চেলসি। ইতোমধ্যেই নতুন স্ট্যামফোর্ড ব্রিজের প্ল্যান জমা দিয়েছে ব্লুজরা।
চেলসির প্ল্যানটি অনুমোদন পেলে দর্শকরা আরো বেশি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। গ্যালারিসহ সবকিছুতেই থাকবে নতুনত্ব। লন্ডনের ফুলহামে অবস্থিত স্ট্যামফোর্ড ব্রিজ থেকে মাইলখানেক দূরে নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। যার সম্পূর্ণ অর্থায়ন করবেন চেলসির মালিক রোমান আব্রামোভিচ।
এক বিবৃতিতে চেলসি ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘নতুন স্টেডিয়ামের প্ল্যান অনুমোদনের ব্যাপারে আমরা আশাবাদী। এটি নির্মাণ সময়সাপেক্ষ ব্যাপার। ২০১৫-১৬ মৌসুমের শেষদিকে কাজ শুরু হতে পারে। তবে এর আগে আরো অনেক আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করতে হবে। প্রাথমিক অনুমতি পাওয়ার পরই আমরা সেদিকে এগোবো। ’
উল্লেখ্য, ১৮৭৭ সালের ২৮ এপ্রিল চেলসির বর্তমান স্টেডিয়ামটি (স্ট্যামফোর্ড ব্রিজ) উন্মুক্ত করা হয়। এর স্বাভাবিক দর্শক ধারণক্ষমতা প্রায় ৪২ হাজার।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএম