ঢাকা: মাঠে অসদাচরণের দায়ে বাস্তিয়ান শোয়েইনস্টাইগারের ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ওয়েস্ট হামের বিপক্ষে গত শনিবারের (০৫ ডিসেম্বর) ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে হিংসাত্মক আচরণে লিপ্ত হন জার্মান মিডফিল্ডার।
তাই ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পরবর্তী তিন ম্যাচে দর্শক ভূমিকায় থাকবেন শোয়েইনি। আগামী ১২ ডিসেম্বর এএফসি বোর্নমাউথ, ১৯ তারিখে নরউইচ সিটি ও ২৬ ডিসেম্বর স্টোক সিটির মুখোমুখি হবে রেড ডেভিলসরা। বাংলাদেশ সময় অনুযায়ী তিনটি ম্যাচ শুরু হবে যথাক্রমে রাত সাড়ে ১১টা, ৯টা ও সন্ধ্যা পৌনে ৭টায়।
ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধের ৪০ মিনিটের মাথায় ওয়েস্ট হাম ডিফেন্ডার উইন্সটন রেইডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বাজে আচরণ করেন শোয়েইনস্টাইগার। ব্যাপারটি রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গের চোখ এড়িয়ে গেলেও এফএ’র দৃষ্টি এড়ায়নি। ভিডিও ফুটেজ দেখেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
এক বিবৃতিতে এফএ জানায়, ‘মাঠে অসদাচরণের দায়ে শোয়েইনস্টাইগারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সে এ শাস্তি মেনে নিয়েছে। ম্যাচ অফিসিয়ালের দৃষ্টিতে না পড়লেও আমরা ভিডিও ফুটেজ দেখে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি। ’
প্রসঙ্গত, তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে ফিরতে পারেন শোয়েইনস্টাইগার। আগামী ২৮ ডিসেম্বর (সোমবার) হ্যাজার্ড-ফাব্রিগাসদের মুখোমুখি হবে লুইস ফন গালের শিষ্যরা। ওল্ড ট্রাফোর্ডে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএম