ঢাকা: ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে চীনের গুয়াংঝো এভারগ্রান্ডে। রোববার (১৩ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেক্সিকোর ক্লাব আমেরিকাকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে চাইনিজ ক্লাবটি।
এ বছরের জুনে চাইনিজ সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এভারগ্রান্ডের কোচের দায়িত্ব নেন লুইজ ফেলিপে স্কলারি। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচের অধীনে ২০১৫ মৌসুমেও তারা শিরোপা ধরে রাখে। এছাড়াও এএফসি চ্যাম্পিয়নস লিগের শিরোপাও ঘরে তোলে এভারগ্রান্ডে। এবার ক্লাব বিশ্বকাপের দৌড়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সাকে চ্যালেঞ্জ জানাবে স্কলারির শিষ্যরা।
জাপানের ওসাকায় অবস্থিত নাগাই স্টেডিয়ামে পিছিয়ে থেকেও জয় নিশ্চিত করে এভারগ্রান্ডে। প্রথমার্ধ থাকে গোলশূন্য। বিরতির পর দশ মিনিটের মাথায় ক্লাব আমেরিকাকে লিড এনে দেন মেক্সিকান স্ট্রাইকার ওরিব পেরাল্তা। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে এভারগ্রান্ডেকে ম্যাচে ফেরান চাইনিজ মিডফিল্ডার জেং লং। আর ইনজুরি সময়ের শেষ মুহূর্তে এভারগ্রান্ডে সমর্থকদের উল্লাসে ভাসান ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনহো।
নাগাই স্টেডিয়ামে আগামী ১৭ ডিসেম্বর ট্রেবল জয়ী বার্সার মুখোমুখি হবে স্কলারির এভারগ্রান্ডে। এর আগের দিন প্রথম সেমিতে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের বিপক্ষে মাঠে নামবে কঙ্গোর টিপি মাজেম্বে বা জাপানিজ ক্লাব সানফ্রেচ্চে হিরোশিমা।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএম