ঢাকা: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘ওয়ালটন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৫’ এর তিনদিন ব্যাপী প্রতিযোগিতা মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
ফাইনালে জাতীয় পুরুষ ‘এ’ দল ২৫-২০, ২৫-২২, ২৫-২০ পয়েন্টে ৩-০ সেটে জাতীয় ‘বি’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মঙ্গলবার সকাল ১১টায় শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ইরান দূতাবাসের কাউন্সিলর ও ডেপুটি হেড অব দ্য মিশন- বাহরাম সাইফজাদেহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক অ্যাড: ফজলে রাব্বি বাবুল ও প্রবীণ ক্রীড়া সংগঠক আলহাজ্ব ফরিদা আক্তার বেগম এবং টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাগণ।
এ সময় ওয়ালটন গ্রুপের এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ওয়ালটন গ্রুপ সব সময় খেলাধুলায় পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেবে। আশা করছি ওয়ালটন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্টের মাধ্যমে আমাদের খেলোয়াড়রা তাদের আরো একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। এই টুর্নামেন্ট থেকে তারা নতুন কিছু শিখতে পেরেছে। যা আসন্ন এসএ গেমসে কাজে লাগাতে পারবে এবং দেশের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসতে পারবে। ’
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০১৫
এমআর