ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

খেলা

আর্সেনালের বিপক্ষে ফিরছেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আর্সেনালের বিপক্ষে ফিরছেন আগুয়েরো ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি কাটিয়ে শিগগিরই মাঠে ফিরছেন সার্জিও আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে খেলতে পারেন আর্জেন্টাইন তারকা।

ইতোমধ্যেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার। তবে এখনো পুরোদমে অনুশীলন করেননি।

আগামী সোমবার (২১ ডিসেম্বর) আর্সেনালের মুখোমুখি হবে সিটিজেনরা। এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে।

নভেম্বরের শেষদিকে সাউদাম্পটনের বিপক্ষে পায়ের গোড়ালির ইনজুরিতে ভোগেন আগুয়েরো। জানা যায়, আর্সেনাল ম্যাচ সামনে রেখে আগামী সপ্তাহের শুরুতেই তিনি পুরোদমে অনুশীলন করবেন। গত শনিবার (১২ ডিসেম্বর) সোয়ানসি সিটির বিপক্ষে জয়ের পর আগুয়েরোর পূর্ণ ফিটনেসের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি।

অবশ্য, আগুয়েরো পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। দু’একদিনের মধ্যেই ক্লাব কর্তৃপক্ষ ব্যাপারটি চূড়ান্ত করতে পারে। তবে সব মিলিয়ে আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে আগুয়েরোর মাঠে নামার জোরালো সম্ভাবনাই রয়েছে। এক্ষেত্রে পেলেগ্রিনি তাকে বদলি খেলোয়াড়ের ভূমিকায় রাখলেও অবাক হওয়ার কিছু থাকবে না!

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।