স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের অস্ত বেলায় এসে ছন্দে ফিরেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়ে নিয়ম রক্ষার ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ তে এগিয়ে আছে লাল-সবুজের দল।
কেরালার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হয়। প্রথমার্ধের শুরু থেকেই ভুটানের উপর চড়াও হয় বাংলাদেশ। আগের দুই ম্যাচে হারের তীব্র যন্ত্রনা বয়ে বেড়ানো মারুফুল হকের শিষ্যরা যেন দ্রুত গোলের খাতা খুলতেই এমন আক্রমণাত্নক কৌশলে খেলতে থাকে।
একের পর এক আক্রমণের ধারাবাহিকতায় খেলার ৮ মিনিটে তপু বর্মন ভুটানের জালে বল জড়ালে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। তপুর গোলে এগিয়ে গিয়েই থেমে থাকেননি মামুনুলরা। আক্রমণের পসরার ধারাবাহিকতা অব্যাহত রেখে ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি। এরপর খেলায় ফিরতে দু’একটি পাল্টা আক্রমণ রচনা করে ভুটান। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তা প্রতিপক্ষের সব প্রচেষ্টাই ভেস্তে যায়। ২-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় ভুটান।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৫
এইচএল/আরএম