ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মহিলা হ্যান্ডবলের ফাইনালে বিজেএমসি ও আনসার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
মহিলা হ্যান্ডবলের ফাইনালে বিজেএমসি ও আনসার ছবি: সংগৃহীত

এক্সিম ব্যাংক ২৭তম জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বিজেএমসি ও বাংলাদেশ আনসার। আগামীকাল দুপুর দেড়টায় শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দল দুটি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম, এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করবেন।

ফাইনালের আগে বেলা ১২টায় চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব খেলবে ঢাকা জেলার বিপক্ষে।

আজ প্রথম সেমিফাইনালে বিজেএমসি দল ৩২-৮ গোলে ঢাকা জেলাকে বিধ্বস্ত করে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ আনসার দল ২৬-২৪ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব দলকে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।