ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

খেলা

জমে উঠেছে জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, জানুয়ারি ১৬, ২০১৭
জমে উঠেছে জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে ‘ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৭’। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা আগামীকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

সোমবার (১৬ জানুয়ারি) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বেশ কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

শক্তিমত্তা প্রদর্শনীর মাথায় পাথর পাটা ভাঙা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জামাল শুক্কুর আলী।

সানচাক্কুতে স্বর্ণ জিতেছেন গফুর। আর তলোয়াড় লড়াইতে স্বর্ণ জিতেছেন যথাক্রমে শাহরিয়ার, কামরুল, আরেফিন। বরফ ভাঙায় স্বর্ণ জিতেছেন রায়হান।

ম্যাস রেসলিংয়ের অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মোহাম্মদ সোহেল রানা, অনূর্ধ্ব-৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো: ওয়াররেস হোসেন, অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো: গোলাম রাব্বানী, অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো: দ্বীন ইসলাম মৈশন, ৬৫+ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো: হাসিবুল ইসলাম।

এই ইভেন্টের মহিলা বিভাগে অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন তাসলিমা আক্তার। অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মোসা: রোকেয়া।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

এবারের জাতীয় মার্শাল আট প্রতিযোগিতায় ১৫টি জেলাসহ বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের চার শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। মার্শাল আর্টের জনপ্রিয় ইভেন্টগুলোতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।