ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভারতে ২৯তম নিয়াজ মোরশেদ, ফাহাদ ৪২তম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ভারতে ২৯তম নিয়াজ মোরশেদ, ফাহাদ ৪২তম ফাহাদ রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত ‘১৫তম দিল্লি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায়’ ১০ খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ২৯তম হয়েছেন। একসেস চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪২তম স্থান লাভ করেছেন।

সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ৯৮তম, পাঁচ পয়েন্ট নিয়ে তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ১১১তম, অগ্রনী ব্যাংক দাবা দলের মোহাম্মদ সিরাজুল কবীর ১৩৭তম, চার পয়েন্ট নিয়ে হাসান মেমোরিয়াল চেস ক্লাবের মোঃ আনিসুজ্জামান জুয়েল ১৯৮তম ও লিওনাইন চেস ক্লাবের মোহাম্মদ আমিনুল ইসলাম ২০৩তম, তিন পয়েন্ট করে নিয়ে মর্নিং গ্লোরী চেস ক্লাবের নিশীত কুমার পাল ২২৭তম ও বিসিএফ স্পোর্টের মোঃ আলী নেওয়াজ সরকার ২৩১তম, আড়াই পয়েন্ট নিয়ে নিউ নেশন চেস ক্লাব ফেঞ্চুগঞ্জের মোহাম্মদ আসিফ উর রহমান ২৪৩তম এবং দুই পয়েন্ট নিয়ে আব্দুর রাজ্জাক ২৫০তম হন।

সোমবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত দশম বা শেষ রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের রাজা হৃদভিককে পরাজিত করেন।

সোহেল ভারতের আন্তর্জাতিক মাস্টার কে, রত্মাকরনের সাথে ড্র করেন। নিয়াজ রাশিয়ার গ্র্যান্ড মাস্টার আন্দ্রেই দেভিয়াকিনের কাছে, মালেক ভারতের মানিষ আন্ত ক্রিস্টিয়ানোর কাছে, আমিনুল ভারতের অর্ক সেনগুপ্তর কাছে, নিশীত অস্ট্রেলিয়ার সারোহা চিরাগের কাছে, নেওয়াজ ভারতের আন সিক্কার কাছে, আসিফ ভারতের সাঞ্জিবন সারসভাতের কাছে ও রাজ্জাক ভারতের ক্রিথির কাছে হেরে যান। সিরাজ ভারতের সুরিয়া জেনের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

তাজিকিস্তানের গ্র্যান্ড মাস্টার আমানাতভ ফারুক সাড়ে আট পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। আট পয়েন্ট নিয়ে ভারতের গ্র্যান্ড মাস্টার দীপ্তায়ন ঘোষ রানার-আপ এবং একই পয়েন্ট নিয়ে উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার যুমায়েভ মারাত তৃতীয় হন।

২৩টি দেশের ২৪জন গ্যান্ড মাস্টার, ২জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২২জন আন্তর্জাতিক মাস্টার ও ১০জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ২৫৮জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।