ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কামারখন্দে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
কামারখন্দে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা ক্রীড়া সংস্থা ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) আয়োজনে এ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন।  

উপজেলা পরিষদ ও পিকেএসএফ’র যৌথ সহযোগিতায় বাটারফ্লাই, ব্যাকস্ট্রোক ও প্রি স্টাইল তিনটি গ্রুপে সাঁতার প্রতিযোগিতা হয়।

এসময় পুকুরের চারপাশে বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার দর্শক সাঁতার প্রতিযোগিতা দেখতে আসেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ক্রীড়া সংস্থার সম্পাদক আনোয়ার হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, এনডিপি’র পরিচালক (কর্মসূচি) মোস্তফা সাদেক, সহকারী পরিচালক (কর্মসূচি) জুবায়ের জাহান খান প্রমুখ।

সাঁতার প্রতিযোগিতা শেষে প্রতি গ্রুপের ৩ জন করে ৯ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।