ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এশিয়ান হকির নতুন দায়িত্ব পেলেন শফিউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এশিয়ান হকির নতুন দায়িত্ব পেলেন শফিউল্লাহ এশিয়ান হকির নতুন দায়িত্ব পেলেন শফিউল্লাহ

এশিয়ান হকি ফেডারেশনের ইভেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনির। প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ এ পদে নির্বাচিত হওয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয় সহ অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টগণ।

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তাইয়াব ইকরাম।

গত ছয় বছরের বেশি সময় হকির উন্নয়নে শফিউল্লাহ আল মুনিরের নানা অবদানের কথা তুলে ধরে এইচএফ’র প্রধান নির্বাহী তাইয়াব ইকরাম বলেন, ‘বাংলাদেশসহ এশীয় হকির উন্নয়নে মুনিরের সুষ্ঠু ব্যবস্থাপনা ইতিবাচক প্রভাব ফেলবে।

এইচএফ’র ইভেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে নতুন নিয়োগপ্রাপ্ত শফিউল্লাহ আল মুনির বলেন, ‘এ সম্মান হকির জন্য আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সকলের সহযোগিতা নিয়ে বাংলাদেশ সহ এশিয়ার হকির উন্নয়নে আমার কাজ অব্যাহত থাকবে। ’

উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল্লাহ আল মুনির বর্তমানে বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি ও এশিয়া কাপ হকি ২০১৭ এর টুর্নামেন্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য ও হকি কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্যতম  পৃষ্ঠপোষক। এছাড়া ঢাকা ওয়ারী, ভিক্টোরিয়া স্পোর্টিং, বাংলাদেশ স্পোর্টিং, ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।