ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দিনাজপুরে ‘আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি’ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
দিনাজপুরে ‘আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি’ শুরু দিনাজপুরে ‘আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি’ প্রতিযোগিতা

দিনাজপুর: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা পুলিশের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুর তিস্তা জোনে আইজিপি কাপ (অনুর্ধ্ব-২১) জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় দিনাজপুর স্পোর্টস ভিলেজ প্রাঙ্গণে এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম (বার)।

এ সময় তার সহধর্মীনি চৌধুরী নুরজাহান মঞ্জুর উপস্থিত ছিলেন।
 উদ্বোধন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত দিনাজপুর বনাম নীলফামারী জেলা
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্ত্যবে ডিআইজি বলেন, আমাদের হারিয়ে যাওয়া কাবাডি খেলাকে আবারও জাগিয়ে তুলতে হবে। পাশাপাশি এ খেলা যেন জনপ্রিয়তা অর্জন করে সেজন্য এই খেলা অব্যাহত রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।

আইজিপি কাপ (অনুর্ধ্ব-২১) তিস্তা জোন এর জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় মোট ৮টি জেলা অংশ নেয়।

উদ্বোধনী খেলায় অংশ নেন দিনাজপুর বনাম নীলফামারী জেলা। খেলায় দিনাজপুর জেলা ৩৬-৩৫ পয়েন্টে নীলফামারী জেলাকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মো. কামরুজ্জামান, জিয়াউর রহমান, এনামুল হক, নির্বাহী সদস্য মো. আনোয়ারুল ইসলাম, অ্যাম্পায়ার মো. মহসিন আলী, আনোয়ারুল হক ও হামিদুর রহমান।

এছাড়াও উদ্বোধনী উপস্থিত ছিলেন- অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কাজেমউদ্দীন, সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড় মো. মামুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, সদস্য আনিস হোসেন দুলাল ও প্রশান্ত কুমার সরকার অরুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।