ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

খেলা

দিল্লি ওপেনে এককভাবে শীর্ষে জিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, জানুয়ারি ১১, ২০১৮
দিল্লি ওপেনে এককভাবে শীর্ষে জিয়া ছবি: সংগৃহীত

দিল্লি ওপেনে দাপট ধরে রেখেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। টানা ৪ ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছেন এই অভিজ্ঞ দাবাড়ু।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আইজিআই স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনেকে হারিয়েছেন জিয়া। এর আগে স্বাগতিক ভারতের শান্তুনু ভাম্বুরাকে পরাজিত করে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।

জিয়ার টুর্নামেন্ট শুরু হয় শ্রীলঙ্কার আকিলা কাবিন্দার বিপক্ষে জয় দিয়ে। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ ছিলেন শান্তুনুর স্বদেশী গৌরব কুমার।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।