ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

খেলাধুলায়ও বঙ্গমাতার ভূমিকা ছিলো অন্যতম

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
খেলাধুলায়ও বঙ্গমাতার ভূমিকা ছিলো অন্যতম

নবাবগঞ্জ, ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, শুধু স্বাধীনতা যুদ্ধই নয়, খেলাধুলায়ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ভূমিকা ছিলো অন্যতম। 

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন ভিত্তিক বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

এইচ টি ইমাম বলেন, স্বাধীনতা যুদ্ধে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

এছাড়া তিনি তার সন্তান শেখ কামালকে খেলাধুলায় উদ্বুদ্ধ করেছেন যার ফলে আজ আবাহনী ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে।

এসময় বঙ্গমাতার নামে খেলার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অসীম সরকার, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।