ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাদারীপুরে কাবাডি প্রতিযোগিতা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
মাদারীপুরে কাবাডি প্রতিযোগিতা শুরু মাদারীপুরে কাবাডি প্রতিযোগিতা শুরু

মাদারীপুর: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মাদারীপুরে কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (২৮ মার্চ) সকালে পুলিশ লাইন মাঠে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। জেলা পুলিশ প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় জেলার চারটি উপজেলার পাঁচটি থানা ও পুলিশ লাইনের একটি টিমসহ মোট ছয়টি দল অংশ নেয়।

জেলা পুলিশ প্রশাসন জানায়, হারিয়ে যেতে থাকা গ্রাম বাংলার এই জনপ্রিয় খেলাকে টিকিয়ে রাখতে মাদারীপুর পুলিশের পক্ষ থেকে তিন দিনের কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জেলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বাংলানিউজকে বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী ৩১ মার্চ গ্রামবাংলার প্রাচীন এই কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আন্তর্জাতিক পর্যায়ে জেলার সুনাম বয়ে আনার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রামের এই খেলা বেশ মুগ্ধকর। এই খেলাকে বাঁচিয়ে রাখতে বিশেষ দিনগুলোতে এ খেলার আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।