ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

খুদে বীরদের রাজকীয় সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
খুদে বীরদের রাজকীয় সংবর্ধনা

কক্সবাজার: ২৯ মার্চ, সময় সকাল ৮টা। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সূর্যের তীব্রতা। ঝাঁঝালো রোদকে উপেক্ষা করে পেকুয়া চৌমুহনী চত্বরে শুরু হয়েছে জমায়েত। আগে থেকে তৈরি করা হয়েছে মঞ্চ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসতে শুরু করেছে মানুষ। বিশালাকার জাতীয় পতাকা, রং-বেরঙের পোস্টার, প্ল্যাকার্ড ও বর্ণিল পোশাকে সৃষ্টি করেছে সাজ সাজ রব। পুরো পেকুয়া যেন এক রংয়ের ফোয়ারা।

সকাল ১০টা। তপ্ত সূর্য তেজী হয়ে উঠেছে ইতোমধ্যে।

কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই কারও। এরইমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে চৌমুহনী চত্বর। কেউ কেউ যাত্রা শুরু করে দিয়েছেন চকরিয়ার ইনানী রিসোর্ট অভিমুখে। ঢাকঢোল পিটিয়ে, ঘোড়ার গাড়ি হাকিয়ে, ফুলের মালা হাতে হাজারও মানুষের এ যাত্রা যেন প্রাণসঞ্চার করেছে পিচঢালা কালো রাস্তার।

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট-২০১৭ বিজয়ী কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে বীর খেলোয়াড়দের স্বাগত জানাতে এভাবেই উৎসবে মাতে পেকুয়া উপজেলাবাসী। তাদের সঙ্গে যোগ দেয় চকরিয়াসহ পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি উপজেলার লোকজন।

বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ আনন্দ শোভাযাত্রা ও মিছিল সহকারে শতাধিক গাড়িতে পেকুয়া থেকে ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চকরিয়ার হারবাং রওনা দেয়। সেখান থেকে দেশজয়ী খুদে খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজার ও স্কুলের শিক্ষকদের বরণ করে নেন। এসময় ঢাকঢোল পিটিয়ে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন অনেকেই। এবারে টানা তিনবারের চ্যাম্পিয়নশিপ অর্জন করায় এ আনন্দ দেখা গিয়েছে ভিন্ন মাত্রায়।

দুপুর ১২টার দিকে পেকুয়া চৌমুহনী চত্বরে আয়োজিত সংবর্ধনা মঞ্চে তাদের সংবর্ধনা দেয় পেকুয়া উপজেলাবাসী।

পেকুয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার হানিফ চৌধুরীর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, মুক্তিযোদ্ধা রজিম উদ্দিন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
টিটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।