ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাধীনতা দিবস স্কুল বাস্কেটবলে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
স্বাধীনতা দিবস স্কুল বাস্কেটবলে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ স্বাধীনতা দিবস স্কুল বাস্কেটবলে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ: স্বাধীনতা দিবস স্কুল বাস্কেটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কিশোরগঞ্জের নারী বাস্কেটবল দল।

শনিবার (৩১ মার্চ) দুপুরে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-এর ইনডোরে শিরোপা নির্ধারণী ম্যাচে স্কলাস্টিকা নারী দলকে ১৭-১০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ।

পরে বিজয়ীদলের মধ্যে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

 

ইয়থ বাস্কেটবল অফ বাংলাদেশ এবং রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-এর জিমনেশিয়ামে।

এর আগে অনুষ্ঠিত সেমিফাইনালে উত্তরা মডেল কলেজকে ৪৯-৪ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় কিশোরগঞ্জ নারী বাস্কেটবল দল।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।