ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কমনওয়েলথ গেমসে নিজেকে ছাড়িয়ে গেলেন মাবিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
কমনওয়েলথ গেমসে নিজেকে ছাড়িয়ে গেলেন মাবিয়া ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে পদক জয়ের সম্ভাবনা জাগিয়েও পারলেন না ভারোত্তোলনে অংশ নেওয়া বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত। তবে আশার কথা ব্যক্তিগত রেকর্ডে নিজেকে ছাড়িয়ে গেছেন তিনি।

ভারোত্তোলনে নারীদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে শনিবার (৭ এপ্রিল) অংশ নিয়েছিলেন ১৩ প্রতিযোগী। আর এই ইভেন্টে অংশ নিয়ে ১৮০ কেজি উত্তোলন করেছেন সীমান্ত।

সাফ গেমসে বাংলাদেশকে স্বর্ণ পদক জেতানো এই অ্যাথলেট পরে ষষ্ঠস্থান অধিকার করেন।

এর আগে আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসে ১৭৯ কেজি ওজন তুলেছিলেন ভারোত্তোলক সীমান্ত। ওটাই ছিল এতদিন মাবিয়ার ব্যক্তিগত সর্বোচ্চ।

৬৩ কেজি ওজন শ্রেণিতে কানাডার মাউদে শ্যারন সর্বোচ্চ ২২০ কেজি উত্তোলন করে এই ইভেন্টে স্বর্ণ জয় করেন। আর রৌপ্য জিতেছেন ইংল্যান্ডের জো স্মিথ (২০৭ কেজি)। দক্ষিণ আফ্রিকার মোনা প্রিটোরিয়াস ২০৬ কেজি তুলে জিতেছেন ব্রোঞ্জ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।