ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পাবনায় ২ দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
পাবনায় ২ দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনায় দুই দিনব্যাপী রাজশাহী জোন পর্যায়ের কাবাডি প্রতিযাগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) পাবনা পুলিশ লাইন মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার জিহাদুল কবির।

জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শামীমা আক্তার প্রমুখ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতায় দু’টি গ্রুপে রাজশাহী বিভাগের ৮টি দল অংশ নেয়।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় পাবনাকে ৩৭/১৭ সেটে পরাজিত করে জয়পুরহাট জেলা।

অপরদিকে বগুড়া জেলা নাটোরকে ৩৯/৩২ সেটে, সিরাজগঞ্জ জেলা নওগাঁকে ৩৭/১৭ সেটে এবং রাজশাহী জেলা চাঁপাইনবাবগঞ্জকে ৭৯/২২ সেটে পরাজিত করে।

বুধবার (১১ এপ্রিল) প্রতিযোগিতার সেমি ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।