ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাতক্ষীরায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
সাতক্ষীরায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা (গাদন) খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার তুজলপুর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। তুজলপুর কৃষক ক্লাব এ খেলার আয়োজন করে।

দাড়িয়াবান্ধায় স্থানীয় কৃষকরা জ্যেষ্ঠ ও কনিষ্ঠ দলে বিভক্ত হয়ে অংশ নেন। তবে খেলা ড্র হওয়ায় কোনো দলই বিজয় হয়নি।

তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন বাংলানিউজকে জানান, বর্ষবরণের সঙ্গে কৃষকদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও নববর্ষে তাদের নিয়ে কোনো আয়োজন চোখে পড়ে না। তাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।