ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের উদ্বোধন আন্তর্জাতিক জুনিয়র টেনিসের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ‘ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১১ নভেম্বর) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঞা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সাজিদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমপ্লেক্সের চেয়ারম্যান এস সি এম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আককাস আলী।

এছাড়া কার্যনির্বাহী, সাধারণ সদস্য ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশসহ ৯টি দেশ থেকে ৯১ জন বালক ও বালিকা অংশ নেবে। টুর্নামেন্টের ডিরেক্টর হিসাবে হাসিনুর রহমান টিংকু দায়ীত্ব পালন করছেন। টুর্নামেন্ট রেফারির দায়িত্ব পালন করছেন ভারতের জয় মুখার্জী।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।