ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাবিতে ব্যাডমিন্টন-টেবিল টেনিস প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
জাবিতে ব্যাডমিন্টন-টেবিল টেনিস প্রতিযোগিতা প্রতিযোগিতার ফাইনাল শেষে পুরস্কার বিতরণী, ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ খেলা হয়।

ছেলেদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের রাজিবুল হোসেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাজিবুল হোসেনকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।

আর ছাত্রীদের প্রতিযোগিতায় পরিবেশ বিজ্ঞান বিভাগের লাবনী সিনহা ২-০ সেটে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কানিজ ফাতেমাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।

অন্যদিকে, টেবিল টেনিস প্রতিযোগিতায় ফার্মেসী বিভাগের আবু আদনান ৩-০ সেটে ইতিহাস বিভাগের জাকিউল ইসলামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

ছাত্রীদের টেবিল টেনিস প্রতিযোগিতায় ইতিহাস বিভাগের ইসরাত জাহান নাহিমা ৩-০ সেটে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফাতেমা জাহান ফারিহাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক সোহেল আহমেদ, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হাবিবা ইয়াসমীন, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক সোলনারা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।