ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

খেলা

মোহনবাগানকে হালকাভাবে নিচ্ছে জামাল ভূঁইয়ারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৫, অক্টোবর ২৫, ২০১৯
মোহনবাগানকে হালকাভাবে নিচ্ছে জামাল ভূঁইয়ারা

শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা দুই জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড। শুক্রবার (২৫ অক্টোবর) ভারতের মোহনবাগানের বিপক্ষে জিতে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ চারে যেতে চায় বন্দর নগরের দলটি। তবে সেমির পথে অগ্রসর হলেও শিরোপা পুনরুদ্ধারের ব্যাপারে এখনও নির্ভার নন কোচ মারুফুল হক।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নগরের আগ্রাবাদ হোটেলে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম আবাহনী কোচকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়ং এলিফেন্টসের বিপক্ষে জয়ে নির্ভার থাকতে পারছেন না। এমন প্রশ্নের জবাবে কোচ মারুফ বলেন, ‘না।

আমাদের টার্গেট ছিল চ্যাম্পিয়নশিপের জন্য। একটা ম্যাচ বাকি। এখন রিল্যা্ক্সের কোনো সুযোগ নেই। আমরা ফোকাস করেছিলাম সেমিফাইনালে। সেমি যেহেতু মোটামুটি নিশ্চিত সেক্ষেত্রে প্রধান ধাপের দিকে আমাদের ফোকাসটা থাকবে। ’

ম্যাচটা যেহেতু কলকাতার ক্লাব মোহনবাগানের সঙ্গে মোহনবাগান ভালো ও ঐতিহ্যবাহী দল। তাদের অনেক সাফল্য রয়েছে। তবে এখানে আমরা মোহনবাগানকে দিকে ফোকাস দিচ্ছি না। সেমির দিকেই আমাদের সব ফোকাস থাকবে। মোহনবাগানকে নিয়ে আমি খুব একটা চিন্তা করছি না। তবে আমাদের আগে যে ম্যাচটা হবে ইয়ং এলিফেন্টস ও টিসি স্পোর্টসদের মধ্যে তা দেখে আমি কৌশলে পরিবর্তন আনতে পারি। ’

অন্যদিকে প্রথম ম্যাচ ইয়ং এলিফেন্টসের বিপক্ষে হারলেও গত আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টসকে হারিয়ে শেষ চারে যাওয়ার সুযোগ তৈরি করেছে কলকাতার মোহনবাগানও। তার জন্য চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে তাদের জিততেই হবে। আর জামাল ভূঁইয়াদের এক পয়েন্ট পেলেই সেমি নিশ্চিত।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
ইউবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।