ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিসিবির সামনে সাকিবভক্তদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
বিসিবির সামনে সাকিবভক্তদের বিক্ষোভ মিরপুরে সাকিবভক্তদের বিক্ষোভ

ঢাকা: মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও বিসিবির সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন সাকিবভক্তরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে সাকিব নিষিদ্ধ হওয়ার প্রতিবাদে স্লোগান দিচ্ছেন তারা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জুয়াড়ির প্রস্তাব না জানানোয় ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়। তবে দায় স্বীকার করায় এক বছর পর থেকে খেলতে পারবেন তিনি।

...এ খবর ছড়িয়ে পড়লে সাকিবভক্তরা হাজির হন মিরপুর স্টেডিয়ামে। সাকিব নিষিদ্ধ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা মিরপুর স্টেডিয়ামের প্রধান ফটকে এ বিক্ষোভ করছেন। ভক্তরা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পদত্যাগ দাবি করেও দেওয়া হচ্ছে স্লোগান।

ভক্তরা স্লোগান দিচ্ছেন ‘সাকিব ভাইয়ের নিষেধাজ্ঞা মানি না মানবো না’ ‘পাপনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ প্রভৃতি।

সন্ধ্যার পর বিসিবি কার্যালয়ে সাকিব এলে ভক্তরা আরও বেশি আবেগাপ্লুত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।