ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভলিবল চ্যালেঞ্জ কাপ: পুরুষ বিভাগে জয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
ভলিবল চ্যালেঞ্জ কাপ: পুরুষ বিভাগে জয়ে শুরু বাংলাদেশের ছবি: শোয়েব মিথুন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন নারী ভলিবল প্রতিযোগিতা-২০২১'।

আজ বৃহস্পতিবার বিকেলে মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ছেলেদের ইভেন্টের প্রথম ম্যাচে নেপালকে ৩-০ সেটে পরাজিত করেছে বাংলাদেশ।

অন্যদিকে নারীদের ইভেন্টের প্রথম ম্যাচে উজবেকিস্তান ৩-০ সেটে মালদ্বীপকে হারায়। দ্বিতীয় ম্যাচে নেপাল ৩-২ সেটে হারায় শ্রীলঙ্কাকে। তৃতীয় ম্যাচে কিরগিজস্তান ৩-০ সেটে বাংলাদেশকে হারায়।

এবারের এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৫টি ও মেয়েদের বিভাগে ৬টি দল অংশগ্রহণ করছে। পুরুষ বিভাগের দল- উজবেকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ। মেয়েদের বিভাগের দল- নেপাল, শ্রীলংকা, কিরগিজস্তান, উজবেকিস্তান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।

ছয়দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।