ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

প্রবাসীদের অধিকার আদায়ের প্রতীক পিরাগেতো পার্ক

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ৪, ২০১৬
 প্রবাসীদের অধিকার আদায়ের প্রতীক পিরাগেতো পার্ক

ভেনিস (ইতালি) থেকে: ক্রিকেট পাগল জাতি। রক্তে ক্রিকেট।

নেশা ক্রিকেটে বিশ্বজয়। তাই স্ট্যাম্প আর বল নিয়ে প্রবাসের দামাল ছেলেরা মিলে ক্রিকেট পিচ বানালো পার্কে। কিন্তু তেড়ে এলো কর্তৃপক্ষ। কিছুতেই ক্রিকেট খেলা চলবে না সেখানে। উল্টো পিচ তৈরি করে পার্কের চেহারা বদলের জন্যে জরিমানা করলো দেড়'শ ইউরো। তাতেও বাগে আনা গেলো না প্রবাসের দামাল ছেলেদের। শুরু হলো আন্দোলন। ব্যস নতি স্বীকার করলো কর্তৃপক্ষ।

বাংলার ছেলেরা সেখানে নিজেদের মতো করেই খেলার সুযোগ পেলো ক্রিকেটের। আর এভাবেই পার্কটি কমিউনিটির কাছে পরিণত হলো প্রবাসীদের অধিকার আদায়ের প্রতীক হিসেবে।

এখন পার্ক ঘিরেই জমে ওঠে প্রবাসীদের নানা সম্মিলন আর আয়োজন। বিকেল না হতেই নারীরা দল বেঁধে চলে আসেন এখানে। প্রবাসের সুখ দুঃখ আর আনন্দ বেদনার নানা কাব্য রচনা হয় এখানেই।

বলছি ইতালির ভেনিসের পার্ককো পিরাগেতোর বা পিরাগেতো পার্কের কথা।

ভেনিস জুড়ে থাকা প্রবাসী বাংলাদেশির সংখ্যা নেহায়েত কম না। প্রায় আট হাজার। এদের মধ্যে ১২'শই থাকেন এই পিরাগেতো শহরে। এখন শহরটিকেই নিজেদের মতো করে গড়ে তুলেছেন প্রবাসীরা। তাদের একজন সৈয়দ কামরুল সারোয়ার (৪৭)। ভেনিস -বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা।

ইতালির এক প্রভাবশালী প্রার্থীকে হারিয়ে স্থানীয় পরিষদের নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। প্রবাসীদের সুখ দুঃখের অংশীদার হিসেবেই কমিউনিটির কাছে পরিচয় তার।

বাংলানিউজকে জানান,সুখে দুঃখেই মিলেমিশে এই প্রবাসে বাংলাদেশ রচনা করে যাচ্ছি আমরা। পার্কটি দেখিয়ে তিনি বলেন,এটি আমাদের অধিকার আদায়ের প্রতীক। ছেলেরা ঘরবন্দি থাকতো। খেলতে না পেরে মন খারাপ করতো। আমরা জরিমানা দিয়েছি ঠিকই। তবে আন্দোলনের মাধ্যমে বোঝাতে পেরেছি আমাদের চাওয়াগুলো।

এখন সকাল না হতেই কিশোর যুবকরা বল স্ট্যাম্প নিয়ে মাঠে আসে। ক্রিকেট খেলে। দেখেই শান্তি পাই। সৈয়দ কামরুল সারোয়ার জানান, এর ধারাবাহিকতায় আমরা এখানে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছি। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছে এখানকার কর্তৃপক্ষ। আর এভাবেই প্রবাসে এগিয়ে চলেছে বাংলাদেশ। বাংলাদেশি কমিউনিটি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।