ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

শিক্ষার্থীদের বিশেষ ভ্রমণ প্যাকেজ দিচ্ছে ‘গ্রিন হলিডেজ’

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
শিক্ষার্থীদের বিশেষ ভ্রমণ প্যাকেজ দিচ্ছে ‘গ্রিন হলিডেজ’      ছবি- মিথ‍ুন- বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: পরীক্ষা শেষ, দেশের নান্দনিক সব পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণের চিন্তা ভাবনা করছেন? কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এমন সব চিন্তার সহজ সমাধান দিচ্ছে ‘গ্রিন হলিডেজ’। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্যাকেজ এনেছে ট্যুর অপারেটর প্রতিষ্ঠানটি।


 
বুধবার (১৭ আগস্ট) রাজধানীর বসুন্ধরা সিটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পর্যটন মেলা। মেলায় প্রতিটি ট্যুর প্যাকেজেই দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।
 
শিক্ষা সফর ‘দেশকে ঘুরে দেখা’ শিরোনামে গ্রিন হলিডেজ এর অফার ‘বেড়িয়ে আসুন বৈচিত্র্যময় বাংলাদেশ: প্রকৃতির আয়োজনে পানি, জঙ্গল কিংবা পাহাড়ে’।
 
শুধুমাত্র শিক্ষার্থীদের দেশের সব পর্যটন কেন্দ্র ঘুরে দেখার জন্য নানা ধরনের প্যাকেজ নিয়ে মেলায় হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।
 
রাঙ্গামাটি/ বান্দরবান/ কক্সবাজার/ সেন্টমার্টিন/ চট্টগ্রাম/ সাজেক ভ্যালি ঘোরার সুযোগ। এ প্যাকেজে ৭ রাত ৮ দিন জনপ্রতি প্যাকেজ মূল্য ৯ হাজার ২০০ টাকা।
 
একইভাবে রাঙ্গামাটি/ বান্দরবান/ কক্সবাজার/ সেন্টমার্টিন/ চট্টগ্রামে ৬ রাত ৭ দিনের প্যাকেজ মূল্য জনপ্রতি ৭ হাজার ৮০০ টাকা।
 
রাঙ্গামাটি/ বান্দরবান/ কক্সবাজার/ সেন্টমার্টিন ৪ রাত ৫ দিন ভ্রমণ জনপ্রতি ৭ হাজার টাকা।
 
কক্সবাজার/ সেন্টমার্টিন ২ রাত ৩ দিন জনপ্রতি ৪ হাজার টাকা। ৩ রাত ৪ দিন জনপ্রতি খরচ ধরা হয়েছে সাড়ে ৫ হাজার টাকা।
 
চায়ের রাজধানী শ্রীমঙ্গল-সিলেট পর্যটন এলাকায় ভ্রমণের জন্য ৩ রাত ৪ দিন প্রতিজনের প্যাকেজ অফারে রয়েছে (জাফলং, মাধবকুন্ড, লাউয়াছড়া) ৩৫০০ টাকা ভ্রমণ মূল্য।

যারা এ বর্ষায় কুয়াকাটা ভ্রমণ করতে চান তাদের জন্য থাকছে ১ রাত ২ দিন ভ্রমণের সুযোগ। জনপ্রতি খরচ পড়বে ২৮০০ টাকা।
 
এছাড়া বগুড়া/ দিনাজপুর/ রংপুর /মহাস্থানগড়/ স্বপ্নপুরী/ রামসাগর ভ্রমণের সুযোগ। কেউ যদি এসব এলাকা ভ্রমণ করতে চান তাদের জন্য গ্রিন হলিডেজ দিচ্ছে ৩ রাত ৪ দিনের ভ্রমণ প্যাকেজ। এতে জনপ্রতি আপনাকে দিতে হবে ৫ হাজার টাকা।
 
নড়াইলের অরুনিমা রিসোর্ট ভ্রমণে থাকছে ১ রাত ২ দিনের প্যাকেজ। এতে জনপ্রতি খরচ হবে ১ হাজার ৮০০ টাকা।
 
সুন্দরবনে কেউ ঘুরতে চাইলে যোগাযোগ করতে পারেন গ্রিন হলিডেজ এর সঙ্গে। সুন্দরবনে ২ রাত ৩ দিন ঘুরতে লাগবে সাড়ে ৫ হাজার টাকা।
 
ভ্রমণ মূল্যের মধ্যে অর্ন্তভুক্ত থাকছে নন এসি বাস (ঢাকা থেকে শুরু, যেখানে যার গন্তব্য)। নন এসি হোটেল (একরুমে ৪ জন)। এছাড়া থাকবে সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার। দর্শনীয় স্থান ভ্রমণ, দর্শনীয় স্থানে প্রবেশ টিকিট, অভিজ্ঞ গাইড সেবা, গিফট প্যাক।
 
দেশের গন্ডি পেরিয়ে কেউ দেশের বাইরে ঘুরতে চাইলে তাদের জন্য থাকছে থাইল্যান্ডে ৪ রাত ৫ দিন থাকার সুযোগ। ঘুরতে পারবেন ব্যাংকক-পাতায়া। ভ্রমণ প্যাকেজ ১২ হাজার ৭০০ টাকা। এছাড়া কুয়ালালামপুর-গেনটিং ভ্রমণ প্যাকেজ। মাত্র ১১ হাজার টাকায় ৩ রাত ৪ দিন থাকার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
 
শ্রীলংকার কলম্বো এবং আশপাশ ঘুরে দেখার জন্য দুই রাত ৩ দিনে খরচ হবে সাড়ে ১২ হাজার টাকা। মায়ানমারের ইয়াঙ্গুন এবং এর চারদিকে ২ রাত ৩ দিনে খরচে হবে ১৩ হাজার টাকা, মালদ্বীপ ২ রাত ৩ দিনে খরচ ২০ হাজার টাকা।

এছাড়াও আরো বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে গ্রিন হলিডেজ।    
 
প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বোরহান উদ্দিন বাংলানিউজকে বলেন, আমরা বছরব্যাপী বিভিন্ন অফার দিয়ে থাকি। এবারের পর্যটন মেলায় প্রতিটি অফারে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে (উল্লেখিত প্যাকেজগুলোতে ছাড় যোগ করা হয়নি)।
 
বসুন্ধরা সিটিতে পাঁচ দিনব্যাপী মেলা শেষ হবে আগামী ২১ আগস্ট। থার্ড আই সলিউশনস এর আয়োজনে মেলার মিডিয়ার পার্টন রয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ২৪, ডেইলি সান, কালের কণ্ঠ ও রেডিও আমার।
 
**বসুন্ধরা সিটিতে পর্যটন মেলা শুরু ‌
**বসুন্ধরা সিটিতে পর্যটন মেলা শুরু বুধবার

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।